আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

12/19/2015

গ্রাম্য স্মৃতি/Rural memory



বৃষ্টি ভেজা জ্বলের নিচে কর্দমাক্ত মাটি থাকে!
কাঁদার উপরে হেঁটে গ্রাম্য পথ পাড়ি দেয়া যে কত
আনন্দের হতে পারে তা হয়তো কাঊকে বুঝাতে পারবোনা!!
জীবনের খুব অল্প সময় গ্রামে কাটিয়েছি,
গ্রাম বাংলার ঢুলো মাখা গোধূলি,কর্দমাক্ত পথ,
কুয়াশা ঢাকা ভোঁর,শিশির ভেজা ঘাস অথবা
গাছির খেজুর গাছ থেকে নামানো সুমিষ্ট খেজুর রস
সবসময়ে মিস করি!

শীতের ভোরে রাখালের সাথে, ফসলের মাঠে ধান কাটতে যাওয়া।
সন্ধ্যার পরে গরু দিয়ে ধান মাড়াই অথবা গরুর হাল চাষ,
ধানের আটির পালার মধ্যে লুকিয়ে থাকার, শৈশবের সেই আনন্দ ঘন
মুহূর্ত কখনো ভোলা যাবেনা।
শহর কখনো আমার ভাল লাগেনা কিন্তু বাস্তবতা, পারিবারিক জীবন,
শিক্ষা জীবন ও কর্মজীবন শহর কেন্দ্রিক হওয়াতে এখন আর গ্রামে যাওয়াই
হয়ে ঊঠেণা।
গ্রাম কে সবসময়ে অনুভব করি শিহরিত হই রাতের আধারের ভূতের গল্প গুলো মনে করে!!
খালে শুঁকিয়ে গেলে মাছ ধরা, ছাবি ও বঁড়শী দিয়ে মাছ ধরা,চাই পাতা,পুকুর সেঁচে মাছ ধরা।
ফসলের মাঠে ইঁদুরের গর্ত খুঁড়ে তার বার্ষিক রুজিতে ভাগ বসানো।ঝড়ের দিনে কাঠের তৈরি দোতালা ঘরের জাণালা দিয়ে ঝড় দেখা ঝড় শেষে আম কুড়ানো, খোলা মাঠে ঘুড়ি উড়ানো,
ঝিঝি ও জোণাক পোকা ধরা,সন্ধ্যার আগে মাঠ থেকে গরু তাড়িয়ে আনা,

রাতে সবাই মিলে গোল্লা ছুট দাড়িয়াবান্ধা খেলা, সেইসব সৃতি সবসময়ে মনে থাকবে!!
শহরে জীবনের সাথে এতভাবে জরিয়ে গেছি হয়তো কখনই আর গ্রামে ফিরে যেতে পারবোনা কিন্তু গ্রামের সৃতি ধারণ করে রাখবো আমৃত্যু!!! 

12/17/2015

বিদ্রহ ও রাষ্ট্রদ্রোহ/Insurgency and sedition



দ্রহ,বিদ্রহ ও রাষ্ট্রদ্রোহ বিষয় গুলো একই রকম মনে হলেও কিছু বাতিক্রম রয়েছে!!!
যেমন পারিপার্শ্বিক অবস্থা থেকে দ্রহের সৃষ্টি, দ্রহ যখন প্রতিবাদে রুপ নেয় তখন তা হয় বিদ্রহ!!
বিদ্রহ যদি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে হয় তখন তা হয় রাষ্ট্রদ্রোহ!!!!!এই রাষ্ট্রর বিরুদ্ধে দ্রহ যদি জয়লাভ করে তাহলে বিদ্রহিরাই হয় ভবিষ্যৎ নেতা আর রাষ্ট্র যদি বিদ্রহ দমনে সচেষ্ট হয় তাহলে বিদ্রহিদের হয় বিচার!!!এই কথা গুলো ইতিহাস থেকে নেয়া!!!ইতিহাসকে-ইতিহাসের শিক্ষা নেয়ার জন্যই রচিত করা হয়!!!কিন্তু পুথি গত বিদ্যা যে পরাক্রম শীলদের মেনে নিতে হবে তা তো কোন সাস্ত্রে লিখা নাই!!!তাই ক্ষমতাশালীরা ইতিহাসকে সবসময়ে পাশকাঁটিয়ে চলতে চায়, ঘটনা বা বিপত্তি তখনি ঘটে!!!সিরাজের রাজ সভায় মিরজাফর আলী খানের সৃষ্টি কিন্তু মিরজাফরের রাজসভায় কি কোন দেশপ্রেমিকের জন্ম হয়েছে???প্রশ্ন করা অবান্তর!!!ব্রিটিশরা একজন সিরাজের পতনের জন্য মিরজাফরকে তৈরি করেছিল। সিরাজের পতনে মিরজাফরের ক্ষমতার মোহ বা ঘোর পুরন হয়েছে কিন্তু আসল ক্ষমতা তার কুক্ষিগত হয়নাই।ব্রিটিশদের দাসত্ব বরন করতে হয়েছে। মিরজফরের কাছে ফিরিঙ্গিদের দাসত্বই ভাল লেগেছে কিন্তু সিরাজের দেশপ্রেম ভাল লাগেনাই!!!!ভগৎ সিং এর ফাঁসি ঠ্যাকাতে মহাত্মা
গান্ধির বিবেকে বাজছে, কারন ভগতের আন্দলন তার কাছে কিছু ছোকরা ছেলের পাগলামি মনে হয়েছে!!গান্ধীজি শান্তির বার্তা নিয়ে নোয়াখালীতে আস্রম বানিয়েছে কিন্তু ইংরেজদের কারনে পুরা ভারতবর্ষের মানুষ যে কষ্টের দ্রহে পুরে মরেছে, ভগৎসিং এর বিদ্রহ যে পুরা ভারতের মানুষের কল্যাণের বার্তা বহন করা শুরুকরেছিল, তা হয়তো গান্ধিজির অনেক পরেই উপলব্ধি হয়েছিল!!!ভগৎ সিং এর আন্দলন এখনো ভারতীয়রা স্রদ্ধা ভরে স্মরণ করে!!!মিরাজফরের দাসত্ব ও গান্ধীজীর ব্রিটিশপ্রিতি, এর ভিতরে লৌকিক পার্থক্য থাকতে পারে কিন্তু মানসিকতা একই। ভগৎ সিং যে আন্দলন ও বিদ্রহ করেছিল তা তার মৃত্যু ডেকে এনেছিল ঠিকই কিন্তু ভারত বাসির কল্যাণে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবের বিজমন্ত্র কে আর তাঁতিয়ে দিয়েছিল। ভারত বর্ষের পিতা হিসেবে গান্ধিজি শ্রেষ্ঠ হলেও-
ব্রিটিশ দের কাছথেকে মুক্তির বার্তাতে
, সিরাজ বা ভগৎ সিংদের বিদ্রহকে, রাষ্ট্রদ্রোহিতা দিয়ে মূল্যায়ন করলেও বিবর্তনের স্রতে তা দেশপ্রেমের বার্তাই বহন করেছে।ক্ষুদিরাম সূর্যসেনরাও প্রকৃত দেশপ্রেমিক অবশ্যই তারা রাষ্ট্রদ্রহিনা!!! পরাক্রমসিলরা তাদের খামখেয়ালীর কাছে পরাজিত হয় এটাই বাস্তব। ব্রিটিশ সোউভিয়ত ইউনিয়ন একই ফল ভোগ করেছে!!! বিদ্রহ কে দমন করেছে, কিন্তু বিদ্রহের ভাষা ও দূরদর্শিতা অবলোকন করেনাই,পরিনাম ও ভোগ করতে হয়েছে, একইসাথে ভূখণ্ড ভাগ হয়ে বহু জাতির তৈরি হয়েছে!!!!চির বিপ্লবী চেগুয়েভারা কিউবায় যে বিপ্লবের জন্মদিয়েছে, তাকে হত্যার পরে
সেই বিপ্লবের ইতি টানা যায়নাই বরং আমেরিকান কোন নেতার চেয়ে বিশ্ববাসীর কাছে "চে" একজন পরিচিত বিপ্লবীর নাম!!দেশ একটা বৃহৎ জনগোষ্ঠীর ভূখণ্ড
, এখানে সকলের মতের মিল কখনই হবেনা তাই বলে দাম্ভিকতার সাথে নির্যাতন করা যাবেনা, যদি ব্রিটিশদেরমত মদদপুষ্টতা গ্রহন করে দেশ ও জাতির আবেগ ও অনুভুতিকে ভুলে যাওয়া হয়, তাহলে আজ যে দ্রহ তৈরি হয়েছে তা থেকে বিদ্রহ হবে, এই বিদ্রহ হবে রাষ্ট্রের কাছে দেশদ্রোহ!! কিছু বিপ্লবি শহীদ হবে, আর কার হবে ফাঁসি, স্বাধীন ভূখণ্ড কে ভাগাভাগি করতে হবে!!বিপ্লবীরা নেতা হবে, শহীদেরা পাবে মর্যাদা, আর রাষ্ট্রর জুলুমকারীরা হয়তো মিরজাফর আলির মত কিছুদিন দাসত্বর কালিমা বহন করে আস্তা কুরে যাবে, সবকিছুর মাঝখান থেকে দুর্ভোগ বহন করবে অবোলা জাতি ও তার নিরীহ জনগন!!!!!
............সত্য প্রলাপ.........বচনকার......"তানভীর হায়দার রনি"

পরিশুদ্ধ বাংলাতে লিখতে পারিনাই বলে দুঃখিত
একান্তই নিজের ভাবনা

11/10/2015

শহীদ নুরহোসেন দিবস

১৯৮৭ সালের ১০ই নভেম্বর!!
বিরোধী দলের ডাকা ঢাকা অবরোধ কর্মসূচি চলছে!!!
কর্মসূচি চলাকালে পুলিশের গুলীতে দিন শেষে ঝরে পরে তিনটি প্রাণ!!!
তারই একজন "নুর হোসেন"!!!
নুর হোসেনের বুকে ও পিঠে লিখা ছিল "স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক"
একাই শ্লোগান দিয়ে এগিয়ে যেতে ছিল "নুর হোসেন" নুর হোসেনের এই অসীম সাহস দেখে এগিয়ে আসে সাধারণ জনতা, একজন নেতা হিসেবে হিসেবে একাই শ্লোগান দিতে দিতে স্বৈরাচারের বুলেটের দিকে এগিয়ে যায় "নুর হোসেন"।
নুর হোসেনের মৃত্যু একটি স্বাধীন জাতীর মুক্তির বিপ্লব কে আর বেগবান করে!!!
কিন্তু স্বৈরাচারের বুলেট তাতেও ক্ষান্ত হয় না!!!



১১ নভেম্বর ১৯৮৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশের গুলীতে নিহত হন...
ছাত্র নেতা...আবুল ফাত্তাহ,ছাত্র বাবূল,যুব নেতা টীটো,শেরপুরের আমিন বাজারে ঊমেছা খাতুন,গোলাম মোহাম্মদ আসলাম,ময়মনসিংহ হাসপাতালে খোকন ও দেশের বিভিন্ন যায়গাতে আর তিনজন!!!!আজ নুর হোসেন দিবস......মুক্তি যুদ্ধ দেশের মানুষের গণতন্ত্র ও মৌলিক অধিকার সহ একটি স্বাধীন ভূ-খণ্ড তৈরি করে দিয়েছে......তার পরেও এই দেশে বার বার গণতন্ত্র হয়েছে রুদ্ধ শহীদ হয়েছে ও হচ্ছে হাজারো নুর হোসেন।আর ক্ষমতা লোভীদের আক্রোশে বিলুপ্ত হচ্ছে দেশ......আর কত???????

7/06/2015

অভ্র বাংলার মাধ্যমে,ইংরেজি কি-প্যাডে বাংলা লিখার চর্চা

অভ্র বাংলার মাধ্যমে,ইংরেজি কি-প্যাডে বাংলা লিখার চর্চা 
অনেক বন্ধুরা রয়েছেন যারা এখনো ফেইসবুক,ব্লগ এবং মেইল সহ অনলাইনে বাংলা টাইপ করতে অথবা গুরুত্বপূর্ণ সংযুক্ত কিছু বাক্য লিখতে সমস্যা তে পরে থাকনে। তাদের সমস্যা সমাধানের জন্য আমার একটি ক্ষুদ্র প্রয়াস আশাকরি আপনারা উপকৃত হবেন

যা টাইপ করবেন
যা দেখতে পাবেন
যা টাইপ করবেন
যা দেখতে পাবেন
n
t``
khr
খ্র
1
k
p
:
gN
গ্ণ
2
K
P
^
gdh
গ্ধ
3
kh
ph
যা টাইপ করবেন
যা দেখতে পাবেন
gn
গ্ন
4
Kh
Ph
kk
ক্ক
gny
গ্ন্য
5
g
f
kT
ক্ট
gnZ
গ্ন্য
6
G
b
kt
ক্ত
gw
গ্ব
7
gh
B
ktr
ক্ত্র
gy
গ্য
8
Gh
bh
kw
ক্ব
gZ
গ্য
9
Ng
Bh
km
ক্ম
gr
গ্র
0
ch
v
ky
ক্য
gl
গ্ল
যা টাইপ করবেন
যা দেখতে পাবেন
c
V
kZ
ক্য
ghn
ঘ্ন
o
C
m
kr
ক্র
ghy
ঘ্য
a
chh
M
kl
ক্ল
ghZ
ঘ্য
A
Chh
z
kkh
ক্ষ
ghr
ঘ্র
i
j
J
kx
ক্ষ
nk
ঙ্ক
ee
jh
r
kkhw
ক্ষ্ব
Ngk
ঙ্ক
I
NG
l
kxw
ক্ষ্ব
nky
ঙ্ক্য
u
T
sh
kkhn
ক্ষন
Ngky
ঙ্ক্য
oo
Th
S
kxn
ক্ষন
nkZ
ঙ্ক্য
U
D
Sh
kkhy
ক্ষ্য
NgkZ
ঙ্ক্য
rri
Dh
s
kxy
ক্ষ্য
Ngkkh
ঙ্ক্ষ
e
N
h
kkhZ
ক্ষ্য
Ngkx
ঙ্ক্ষ
E
t
R
ড়
kxZ
ক্ষ্য
Ngkh
ঙ্খ
OI
th
Rh
ঢ়
ks
ক্স
Ngg
ঙ্গ
O
d
y
য়
khy
খ্য
Nggy
ঙ্গ্য
OU
dh
Y
য়
khZ
খ্য
TZ
ট্য
Nggh
ঙ্ঘ
chchhw
চ্ছ্ব
jjw
জ্জ্ব
nchh
ঞ্ছ
Tr
ট্র
Ngghy
ঙ্ঘ্য
cchhr
চ্ছ্র
jjh
জ্ঝ
NGchh
ঞ্ছ
DD
ড্ড
NgghZ
ঙ্ঘ্য
chchhr
চ্ছ্র
gg
জ্ঞ
nj
ঞ্জ
Dy
ড্য
Ngghr
ঙ্ঘ্র
cNG
চ্ঞ
jNG
জ্ঞ
NGj
ঞ্জ
DZ
ড্য
Ngm
ঙ্ম
chNG
চ্ঞ
jw
জ্ব
njh
ঞ্ঝ
Dr
ড্র
cch
চ্চ
cy
চ্য
jy
জ্য
NGjh
ঞ্ঝ
Dhy
ঢ্য
chch
চ্চ
cZ
চ্য
jZ
জ্য
TT
ট্ট
Dhz
ঢ্য
cchh
চ্ছ
chy
চ্য
jr
জ্র
Tw
ট্ব
Dhr
ঢ্র
chchh
চ্ছ
chZ
চ্য
nch
ঞ্চ
Tm
ট্ম
NT
ণ্ট
cchhw
চ্ছ্ব
jj
জ্জ
NGch
ঞ্চ
Ty
ট্য
dhn
ধ্ন
NTh
ণ্ঠ
NZ
ণ্য
tZ
ত্য
dd
দ্দ
dhw
ধ্ব
ND
ণ্ড
tt
ত্ত
tr
ত্র
ddw
দ্দ্ব
dhm
ধ্ম
NDy
ণ্ড্য
ttw
ত্ত্ব
try
ত্র্য
ddh
দ্ধ
dhy
ধ্য
NDZ
ণ্ড্য
tth
ত্থ
trZ
ত্র্য
dw
দ্ব
dhZ
ধ্য
NDr
ণ্ড্র
tn
ত্ন
thw
থ্ব
dv
দ্ভ
dhr
ধ্র
NDh
ণ্ঢ
tw
ত্ব
thy
থ্য
dbh
দ্ভ
nT
ন্ট
Nn
ণ্ন
tm
ত্ম
thZ
থ্য
dm
দ্ম
nTh
ন্ঠ
Nw
ণ্ব
tmy
ত্ম্য
thr
থ্র
dy
দ্য
nD
ন্ড
Nm
ণ্ম
tmZ
ত্ম্য
dg
দ্গ
dZ
দ্য
nt
ন্ত
Ny
ণ্য
ty
ত্য
dgh
দ্ঘ
dr
দ্র
ntw
ন্ত্ব
nty
ন্ত্য
ndhy
ন্ধ্য
pt
প্ত
fl
ফ্ল
vy
ভ্য
ntZ
ন্ত্য
ndhZ
ন্ধ্য
pn
প্ন
phl
ফ্ল
vZ
ভ্য
ntr
ন্ত্র
ndhr
ন্ধ্র
pp
প্প
bj
ব্জ
bhy
ভ্য
nth
ন্থ
nn
ন্ন
py
প্য
bd
ব্দ
bhZ
ভ্য
nd
ন্দ
nw
ন্ব
pZ
প্য
bdh
ব্ধ
vr
ভ্র
ndy
ন্দ্য
nm
ন্ম
pr
প্র
bb
ব্ব
bhr
ভ্র
ndZ
ন্দ্য
ny
ন্য
pl
প্ল
by
ব্য
mth
ম্থ
ndw
ন্দ্ব
nZ
ন্য
ps
প্স
bZ
ব্য
mn
ম্ন
ndr
ন্দ্র
ns
ন্স
fr
ফ্র
br
ব্র
mp
ম্প
ndh
ন্ধ
pT
প্ট
phr
ফ্র
bl
ব্ল
mpr
ম্প্র
mf
ম্ফ
mZ
ম্য
rrgh
র্ঘ
rrTh
র্ঠ
rrph
র্ফ
mph
ম্ফ
mr
ম্র
rrGh
র্ঘ
rrD
র্ড
rrf
র্ফ
mb
ম্ব
ml
ম্ল
rrNg
র্ঙ
rrDh
র্ঢ
rrb
র্ব
mw
ম্ব
zy
য্য
rrch
র্চ
rrN
র্ণ
rrbh
র্ভ
mv
ম্ভ
zZ
য্য
rrc
র্চ
rrt
র্ত
rrv
র্ভ
mbh
ম্ভ
rrk
র্ক
rrchh
র্ছ
rrth
র্থ
rrm
র্ম
mvr
ম্ভ্র
rrK
র্ক
rrj
র্জ
rrd
র্দ
rrz
র্য
mbhr
ম্ভ্র
rrkh
র্খ
rrjh
র্ঝ
rrdh
র্ধ
rrJ
র্য
mm
ম্ম
rrKh
র্খ
rrNG
র্ঞ
rrn
র্ন
rrl
র্ল
my
ম্য
rrg
র্গ
rrT
র্ট
rrp
র্প
rrsh
র্শ
rrS
র্শ
rrKhy
র্খ্য
rrjhy
র্ঝ্য
rrdhy
র্ধ্য
rrJy
র্য্য
rrSh
র্ষ
rrgy
র্গ্য
rrNGy
র্ঞ্য
rrny
র্ন্য
rrly
র্ল্য
rrs
র্স
rrGy
র্গ্য
rrTy
র্ট্য
rrpy
র্প্য
rrshy
র্শ্য
rrh
র্হ
rrghy
র্ঘ্য
rrThy
র্ঠ্য
rrphy
র্ফ্য
rrSy
র্শ্য
rrR
র্ড়
rrGhy
র্ঘ্য
rrDy
র্ড্য
rrfy
র্ফ্য
rrShy
র্ষ্য
rrRh
র্ঢ়
rrNgy
র্ঙ্য
rrDhy
র্ঢ্য
rrby
র্ব্য
rrsy
র্স্য
rrY
র্য়
rrchy
র্চ্য
rrNy
র্ণ্য
rrbhy
র্ভ্য
rrhy
র্হ্য
rrky
র্ক্য
rrcy
র্চ্য
rrty
র্ত্য
rrvy
র্ভ্য
rrRy
র্ড়্য
rrKy
র্ক্য
rrchhy
র্ছ্য
rrthy
র্থ্য
rrmy
র্ম্য
rrRhy
র্ঢ়্য
rrkhy
র্খ্য
rrjy
র্জ্য
rrdy
র্দ্য
rrzy
র্য্য
rrYy
র্য়্য
lk
ল্ক
lm
ল্ম
shn
শ্ন
shr
শ্র
ShThy
ষ্ঠ্য
lg
ল্গ
ly
ল্য
Sn
শ্ন
Sr
শ্র
ShThZ
ষ্ঠ্য
lT
ল্ট
lZ
ল্য
shw
শ্ব
shl
শ্ল
ShN
ষ্ণ
lD
ল্ড
ll
ল্ল
Sw
শ্ব
Sl
শ্ল
Shp
ষ্প
ldh
ল্ধ
shc
শ্চ
shm
শ্ম
Shk
ষ্ক
Shpr
ষ্প্র
lp
ল্প
shch
শ্চ
Sm
শ্ম
Shkr
ষ্ক্র
Shph
ষ্ফ
lb
ল্ব
Sc
শ্চ
shy
শ্য
ShT
ষ্ট
Shf
ষ্ফ
lw
ল্ব
Sch
শ্চ
shZ
শ্য
ShTy
ষ্ট্য
Shw
ষ্ব
lv
ল্ভ
sht
শ্ত
Sy
শ্য
ShTZ
ষ্ট্য
Shm
ষ্ম
lbh
ল্ভ
St
শ্ত
SZ
শ্য
ShTh
ষ্ঠ
sk
স্ক
skr
স্ক্র
sthZ
স্থ্য
sl
স্ল




sT
স্ট
sn
স্ন
skl
স্ক্ল




sTr
স্ট্র
sp
স্প
hN
হ্ণ




skh
স্খ
sf
স্ফ
hn
হ্ন




st
স্ত
sph
স্ফ
hw
হ্ব




stw
স্ত্ব
sw
স্ব
hm
হ্ম




sty
স্ত্য
sm
স্ম
hy
হ্য




stZ
স্ত্য
sy
স্য
hZ
হ্য




sth
স্থ
sZ
স্য
hr
হ্র




sthy
স্থ্য
sr
স্র
hl
হ্ল








অভ্র বাংলা কি-বোর্ড ডাঊণলোড লিঙ্কঃ
 http://avro-keyboard.software.informer.com/5.1/