আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

5/28/2020

ময়ূর-Indian Peafowl/Common Peafowl

ময়ূর

Indian Peafowl/Common Peafowl

Pavo cristatus 

 

ময়ূর দেখতে খুবই সুন্দর একটি পাখি। বাংলাদেশের প্রকৃতি থেকে ময়ূর অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। ময়ূরের রুপ নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ময়ূর পৃথিবীর সুন্দরতম বড় পাখিদের মধ্যে একটি। পৃথিবীতে যে সকল পাখি পেখম তোলে ময়ূর তার মধ্যে অন্যতম। ময়ূর বিভিন্ন রঙ্গের ও জাতের হয়ে থাকে, তবে আমাদের পরিচিত দেশি ময়ূর নীলাভ দেহের হয়ে থাকে। ডানার উপরে সাদা সূক্ষ্ম রেখা আছে।পিঠ লম্বা লেজ ও পালক গুলো সবুজ। ময়ূরের পেখমে সুন্দর বিচিত্র চোখের মত চকচকে ডিজাইন থাকে। মাথায় ঝুঁটি থাকে এবং তা ছড়ানো। আমাদের দেশে ময়ূর দেখতে চাইলে চিড়াখানা ছাড়া উপায় নাই। ময়ূর সম্পর্কে লিখে শেষ করা যাবেনা সুতরাং আজকে এই পর্যন্তই।

 
The peacock is a very beautiful bird to look at.Peacocks have long since become extinct in the nature of Bangladesh.Can't wait to tell the peacock's form anew.
The peacock is one of the most beautiful large birds in the world. The peacock is one of the birds that makes feathers in the world.Peacocks come in a variety of colors and species, but our native peacocks have a bluish body. There are fine white lines on the wings. The back has a long tail and the feathers are green. The peacock's feathers have a beautiful, eye-catching design. It has a crest on its head and it is spread out. If you want to see peacocksin our country, there is no way without a zoo.Can't finish writing about the peacock so far today.

 

No comments:

Post a Comment