আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

11/10/2015

শহীদ নুরহোসেন দিবস

১৯৮৭ সালের ১০ই নভেম্বর!!
বিরোধী দলের ডাকা ঢাকা অবরোধ কর্মসূচি চলছে!!!
কর্মসূচি চলাকালে পুলিশের গুলীতে দিন শেষে ঝরে পরে তিনটি প্রাণ!!!
তারই একজন "নুর হোসেন"!!!
নুর হোসেনের বুকে ও পিঠে লিখা ছিল "স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক"
একাই শ্লোগান দিয়ে এগিয়ে যেতে ছিল "নুর হোসেন" নুর হোসেনের এই অসীম সাহস দেখে এগিয়ে আসে সাধারণ জনতা, একজন নেতা হিসেবে হিসেবে একাই শ্লোগান দিতে দিতে স্বৈরাচারের বুলেটের দিকে এগিয়ে যায় "নুর হোসেন"।
নুর হোসেনের মৃত্যু একটি স্বাধীন জাতীর মুক্তির বিপ্লব কে আর বেগবান করে!!!
কিন্তু স্বৈরাচারের বুলেট তাতেও ক্ষান্ত হয় না!!!



১১ নভেম্বর ১৯৮৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশের গুলীতে নিহত হন...
ছাত্র নেতা...আবুল ফাত্তাহ,ছাত্র বাবূল,যুব নেতা টীটো,শেরপুরের আমিন বাজারে ঊমেছা খাতুন,গোলাম মোহাম্মদ আসলাম,ময়মনসিংহ হাসপাতালে খোকন ও দেশের বিভিন্ন যায়গাতে আর তিনজন!!!!আজ নুর হোসেন দিবস......মুক্তি যুদ্ধ দেশের মানুষের গণতন্ত্র ও মৌলিক অধিকার সহ একটি স্বাধীন ভূ-খণ্ড তৈরি করে দিয়েছে......তার পরেও এই দেশে বার বার গণতন্ত্র হয়েছে রুদ্ধ শহীদ হয়েছে ও হচ্ছে হাজারো নুর হোসেন।আর ক্ষমতা লোভীদের আক্রোশে বিলুপ্ত হচ্ছে দেশ......আর কত???????