আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

9/20/2014

ভালবাসার বৃষ্টি............

ভালবাসার বৃষ্টি............
বাংলাদেশে ভালবাসার মানুষের কাছথেকে কষ্টপাওয়ার মধ্য থেকে  শিল্পীরা যে গান রচনা করেছে তার সংখ্যা বাংলাদেশি সকল গানের প্রায় ৯০% ।এর পরে যদি দ্বিতীয় সর্বাধিক গান রচিত হয় তা হবে বৃষ্টি নিয়ে,আমার জানা মতে খুব কম শিল্পী আছে যারা বৃষ্টি নিয়ে গান রচনা করেন নাই।

বৃষ্টি মানুষের মনে ভালবাসা সৃষ্টি করে,বৃষ্টি ধুয়ে মুছে দেয় মনের জরা জীর্ণতা তাই বৃষ্টি নিয়ে সৃষ্টি হয় ভালবাসার সূর ও গান।
বৃষ্টি যেমন নাড়ীর মনকে উৎফুল্ল করে তেমনি আন্দোলিত করে পুরুষের হৃদয়কে,তাইতো নাড়ি পুরুষ উভয়ই বৃষ্টির সুন্দর রূপ উপভোগ করতে ভালোবাসে।এবং নাড়ি পুরুষ নির্বিশেষে বৃষ্টির ছোঁয়া পেতে ঘড় থেকে বেরিয়ে আসে..................

No comments:

Post a Comment