দেশ সম্পর্কে চিন্তা করতে
হলে অথবা
দেশ কে ভালবাসতে হলে মনের
উচ্চবিত্ততার
প্রয়োজন রয়েছে। কেননা
সঙ্কীর্ণ মনের মানুষের
পক্ষে নিজের
আত্মতুষ্টিকেই জয় করতে সময়
চলে যায়।তার পক্ষে দেশ
নিয়ে চিন্তা করার সুযোগ
থাকনা। একসময়ে তার
আশেপাশে কেউ থাকেনা।
জীবনের ক্লান্তি সিমানাতে
এসে গৃহপালিত পশুর
বন্ধুত্ব গ্রহন করতে
হয়।তার পাশে থাকে তার আর্থিক
সক্ষমতার দুর্বল
সহমর্মিতা।
আর একজন দেশের
কর্মী,দেশপ্রেমিকের পিছনে
থাকে হাজার মানুষের
স্লোগান,সে আর্থিক দিনতাকে
তার দুর্বলতা মনে করার
সুযোগ পায়না,কারন তিনি
যা অর্জন করেন তাতেই তার সুখ।তার
চাওয়া পাওয়ার
পথের বাধা কাটিয়ে তাকে
অগ্রগতির সম্মুক্ষে নিয়ে যায়।
যাতে করে তার দুর্বলতার
নৈতিক বহিঃপ্রকাশ ঘটেনা,
জীবনের ক্লান্তিতে সে পায়
অসংখ্য মানুষের শ্রদ্ধা,
আর জীবনের শেষে সে
বেচেথাকে কিংবদন্তী হয়ে
কটি মানুষ ও মানচিত্রের
ধারক হয়ে..................
No comments:
Post a Comment