আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

9/23/2014

Unknown facts about koala(কোয়েলা সম্পর্কে অজানা তথ্য)



কোয়েলা সম্পর্কে অজানা তথ্য
বর্তমানে প্রাণী প্রেমিদের কাছে কোয়েলা একটি জনপ্রিয় প্রাণী অর্থাৎ প্রাণীপ্রেমিরা
কোয়েলা সম্পর্কে ধারনা পেতে একটু বেশি আগ্রহী,আমি ও এর বেতিক্রম নই

তাই আমার জানা কোয়েলা সম্পর্কিত একটি ক্ষুদ্র তথ্য আপনাদের সাথে সেয়ার করলাম............
আনুমানিক প্রায় সত্তর মিলিয়ন বছর পূর্বে অস্ট্রেলিয়াতে যেসকল প্রাণীর বিচরণ ছিল তারমধ্যে অনেক প্রাণীছিল যারা বৃক্ষচারী এবং এদের বেশিরভাগই ছিল বিশেষ শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী।আজকে আমরা অস্ট্রেলিয়াতে এই ধরনের কিছু প্রাণীর অস্তিত্ব দেখতেপাই কোয়েলা এমনই একধরনের প্রাণী।
এরা প্রজাতিতে ভালুক প্রজাতির,এরা এদের জীবনের বেশিরভাগ সময় ইউক্যালিপটাস গাছে চরে কাটায়। শুধু ইউক্যালিপটাস গাছে চরাই নয় এরা এই গাছের পাতা খেয়েই জীবন ধারন করে।
এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা কখন জলের সংস্পর্শে আসেনা এমনকি এরা কখনো জল পাণও করেনা।

No comments:

Post a Comment