White-cheeked Partridge/ White-cheeked Hill Partridge-সাদাচিবুক তিতির
সাদাচিবুক তিতির
White-cheeked Partridge/ White-cheeked Hill Partridge
Arborophila atrogularis
এই পাখিটি বাংলাদেশ বিরলতম। চির সবুজ মিশ্র বনে এদের দেখা মিলতো।সাধারন তিতিরের চেয়ে আকৃতিতে কিছুটা বড় হয় এই তিতির। এদের পিঠ হলুদা ভাব ধুসর,কপাল,চিবুক ও ভ্রু সাদা,মুখমণ্ডল কাল যা মুখোশের মত দেখা যায়।গলায় ও বুকের সামনের দিকে কালো ডোরা থাকে।পেট ও পার্শ্বদেশ ধূসর। চোখ, অন্য রঙের ফোঁটাযুক্ত ডানা ও পা লালচে। পিঠ আঁশের মত পালক দ্বারা আবৃত। এদের দৈর্ঘ্য কমবেশি ২৮ সেন্টিমিটার। সাদাচিবুক তিতির নাদুস-নুদুস, পা দেহের পেছনদিকে হওয়ার ফলে মনে হয় এ পাখির দেহ খাড়া কাঠির উপর বসানো।
This bird is the rarest in Bangladesh.
They were found in evergreen mixed forests. These partridges are slightly larger in size than normal partridges.
Their backs are yellowish gray, forehead, chin and eyebrows are white, face is black which looks like a mask. There are black stripes on the front of the neck and chest. The abdomen and sides are gray.
Eyes, other colored spots, wings and legs are red. The back is covered by fibrous feathers. Their length is less than 26 cm. The body of this bird seems to be sitting on a steep stick as its legs are towards the back of the body.
No comments:
Post a Comment