আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

1/17/2022

What Is a Mutual Fund? / মিউচ্যুয়াল ফান্ড কি?

মিউচ্যুয়াল ফান্ড সাধারণত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টক ও ডিবেঞ্চারের মাধ্যমে ফান্ড সৃষ্টি করার লক্ষ্যে বাজারে যে ধরনের ফান্ড ছাড়া হয় তাকে মিউচ্যুয়াল ফান্ড বলে। দেশের পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহ প্রদান এবং তার কিস্তি সম্প্রসারিত করা, পুঁজি বাজারের উন্নয়ন সাধন করা, ফান্ড সংগ্রহের মাধ্যমে অর্থকরী কাজে লাগানো,শিল্প সম্পর্কিত সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলো মিউচ্যুয়াল ফান্ড সৃষ্টি করে তা বাজারে ছেড়ে থাকে। বাংলাদেশে এই উদ্দেশ্যে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান বাজারে মিউচ্যুয়াল ফান্ড ছেড়েছে। প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ এবং বিনিয়োগকারীদের জন্য মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে এরূপ ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের “বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা” এবং “বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা” বাজারে মিউচ্যুয়াল ফান্ড ছেড়েছে আই সি বি এবং বি এস আর এস দেশে দ্রুত শিল্পায়ন এবং পুঁজি বাজার কে সুসংহত ও সক্রিও করনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিল্প প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ,সেতু অর্থায়ন ইত্যাদি উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য আই সি বি এবং বি এস আর এস সহ অন্যান্য বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ও সংস্থাগুলো মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে “বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা” এবং “বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা” দেশের সর্ব বৃহৎ মিউচ্যুয়াল ফান্ড হিসাবে বিবেচিত হচ্ছে। অন্য ভাবে বলা যায়- কটি নির্দিষ্ট মেয়াদ বা সময় শেষে ফান্ডের বিনিয়োগ থেকে যে মুনাফা অর্জিত হয়, তা আনুপাতিক হারে ওই ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ফলে একজন সাধারণ বিনিয়োগকারী সহজেই তাঁর অল্প বিনিয়োগের বিপরীতে দীর্ঘ মেয়াদে লাভবান হতে পারেন। এ ধরনের সমন্বিত বিনিয়োগের মাধ্যমকে মিউচুয়াল ফান্ড বলা হয়। What Is a Mutual Fund? A mutual fund is a type of financial vehicle made up of a pool of money collected from many investors to invest in securities like stocks, bonds, money market instruments, and other assets. Mutual funds are operated by professional money managers, who allocate the fund's assets and attempt to produce capital gains or income for the fund's investors. A mutual fund's portfolio is structured and maintained to match the investment objectives stated in its prospectus. Mutual funds give small or individual investors access to professionally managed portfolios of equities, bonds, and other securities. Each shareholder, therefore, participates proportionally in the gains or losses of the fund. Mutual funds invest in a vast number of securities, and performance is usually tracked as the change in the total market cap of the fund—derived by the aggregating performance of the underlying investments.