আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

2/02/2015

থুথু দিয়ে তৈরি পাখির বাসা(swiftlet nest)






অবাক হলেও সত্য,দক্ষিণ-পূর্ব এশিয়ার এমন এক পাখি আছে
যার নাম
কেভ সুইফটলেট
এরা খড়কুটো,গাছের কোটর অথবা কোন কার্নিশে বাসাবাঁধেনা।
এই পাখি নিজেদের থুথু দিয়ে গুহার দেওয়ালে বাসা তৈরি করে থাকে।
এদের বাসা খুব ছোট হয়ে থাকে এবং শুধুমাত্র
মা সুইফটলেট এতে
একটা ডিম পাড়তে পারে। এদের থুথু এতই আঠালো যে,এই থুথু
তার বাসার কাঠামোকে সিমেন্টের মত ধরে রাখতে সহায়তা করে।

No comments:

Post a Comment