অবাক হলেও সত্য,দক্ষিণ-পূর্ব এশিয়ার এমন
এক পাখি আছে
যার নাম “কেভ সুইফটলেট”
যার নাম “কেভ সুইফটলেট”
এরা খড়কুটো,গাছের কোটর অথবা কোন কার্নিশে
বাসাবাঁধেনা।
এই পাখি নিজেদের থুথু দিয়ে গুহার দেওয়ালে বাসা তৈরি করে থাকে।
এদের বাসা খুব ছোট হয়ে থাকে এবং শুধুমাত্র “মা” সুইফটলেট এতে
একটা ডিম পাড়তে পারে। এদের থুথু এতই আঠালো যে,এই থুথু
তার বাসার কাঠামোকে সিমেন্টের মত ধরে রাখতে সহায়তা করে।
এই পাখি নিজেদের থুথু দিয়ে গুহার দেওয়ালে বাসা তৈরি করে থাকে।
এদের বাসা খুব ছোট হয়ে থাকে এবং শুধুমাত্র “মা” সুইফটলেট এতে
একটা ডিম পাড়তে পারে। এদের থুথু এতই আঠালো যে,এই থুথু
তার বাসার কাঠামোকে সিমেন্টের মত ধরে রাখতে সহায়তা করে।
No comments:
Post a Comment