আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

12/11/2014

মাকড়সার জাল(Meshwork)





মাকড়সার জাল
জীবজগতের এক আশ্চর্য শৈল্পিকতার নিদর্শন হল মাকড়সার জাল!
এইজাল তৈরি হয় মাকড়সার মুখের একধরনের লালা থেকে।
এই লালাতে আঠালোজাতীয় পদার্থ থাকে।এই জালে অন্যান্য
কীট পতঙ্গ এসে ধরা দ্যায় আর মাকড়সা এই কীটপতঙ্গ ভক্ষণ করে।
কিন্তু মাকড়সার জালের এক অজানা কাহিনী রয়েছে, এই জালে অন্যান্য
কীট পতঙ্গ ধরাপড়লেও মাকড়সা কেন ধরা পড়েনা? এই বিষয়টি
সবার অজানা!
মাকড়সার বিচিত্র জটিল জালের মধ্যে সব ফিনফিনে সুতোই আঠালো
হয়না, ওর মধ্যে কিছু অংশ আঠাহীন নিরাপদ সুতাও রয়েছে।
মাকড়সা নিজে যেহেতু জাল বোনে সেহেতু সে তার জালের ভাল অংশ
গুলোর সাথে পরিচিত থাকে,জাতে করে সে জালের জটিল অংশ গুলো সে
এড়িয়ে চলে।
জালের মধ্যে যে মজবুত সুতগুলো আড়াআড়ি থাকে অনেকটা সাইকেলের
স্পোক এর মত এবং এই জাল গুলোই মূলত আঠা ছাড়া।
মাকড়সার পায়ের স্পর্শঅনুভূতি খুব তীক্ষ্ণ।
সুতরাং এই বৈশিষ্টের কারণে মাকড়সা অনায়াসে বুঝতে পারে কোথায়
পা রাখা নিরাপদ।


No comments:

Post a Comment