আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

10/13/2014

HITLER



হিটলারঃ নাৎসি মহানায়ক হিটলার একবার অধিকৃত বুদাপেস্ট শহরে একটা পাগলা গারদ পরিদর্শনে গিয়েছিলেন।

পাগলা গারদ পরিচালনা কমিটির লোকজন রোগীদেরকে আগে থেকে শিখিয়ে দিয়েছিলেন যে হিটলার ঢোকা মাত্র সবাই একসঙ্গে হাত তুলে “হেলো হিটলার” বলে অভিবাদন করবেন।
হিটলার তো এলেন। লাইনে দাঁড়ানো রোগীরা সবাই হাত তুলে চেঁচিয়ে উঠলো।
হিটলার পাগলদের এই অভিবাদনে যখন খুশি খুশি ভাব করবেন ঠিক এমন সময়ে এক বিপত্তি দেখা গেল,হিটলার হটাত দেখেন ভিরের ভিতর থেকে শুধু একজন হাত তুলে স্যালুট জানায়নি।
হিটলার তাকে রেগেমেগে ডেকে জিজ্ঞাস করল......কি ব্যাপার,তুমিযে অভিবাদন করলেনা?
............স্যার আমিতো পাগল নই,আমি এই হাসপাতালের ওয়ার্ডেন!!!!!

No comments:

Post a Comment