আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

11/24/2014

KNOW ABOUT BANGLADESHI SNAKES



বাংলাদেশের সাপ পরিচিতিঃ
বাংলাদেশের প্রায় সব অঞ্ছলেই কম-বেশি সাপ পাওয়া যায়।
এইদেশের অঞ্চল ভেদে প্রায় ৮১ ধরনের সাপ রয়েছে।
আমাদের এই দেশের পরিচিত কয়েকটি সাপের নাম নিম্নে
উল্লেখ করলাম ভবিষ্যতে অন্য কোন লিখাতে এদের সম্পর্কে
বিশদ ভাবে আলোচনা করবো............
১/ অজগর
২/গোল বাহার
৩/দুমুখো সাপ
৪/ঘরগিন্নি
৫/ঢোঁড়াসাপ
৬/কালনাগিনী
৭/লাউডগা
৮/ডোরা বঙ্করাজ
৯/দারাজ সাপ
১০/গোখরা
১১/ফণীমনসা
১২/শাঁকিনী সাপ
১৩/কালকেউটে
১৪/চন্দ্রবোড়া
১৫/সবুজবোড়া
১৬/প্রবাল সাপ
১৭/দুধরাজ
আরজানার জন্য

No comments:

Post a Comment