বান্দরবান জেলাঃ

এছাড়া বাংলাদেশের উচ্চতম
পর্বতশৃঙ্গ তাজিংডং এবং বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডং এই বান্দরবান জেলাতেই
অবস্থিত।
মৌসুমগুলোতে এই দুটি পর্বতশৃঙ্গে আরোহন
করার জন্য
পর্যটকদের ভীড় জমে উঠে। পর্যটকরা সাধারণত বগা লেক থেকে
হেঁটে কেওক্রাডং
এ যান। অনেকেই
আছেন যারা
কেওক্রাডং না গিয়ে বগা লেক
থেকে ফিরে
আসেন।
এই হ্রদটিও
বিশেষ দর্শনীয়
স্থান।
হ্রদসন্নিহিত এলাকায় বম উপজাতিদের বাস।
পার্বত্য চট্টগ্রামে মোট
১১টি নৃতাত্ত্বিক
জাতিগোষ্ঠীর বসতি রয়েছে। এরা
হচ্ছেন মারমা,
চাকমা, মুরং,
ত্রিপুরা, লুসাই, খুমি, বোম, খেয়াং,
চাক, পাংখো
ও তংচংগ্যা
। এ
১১টি জাতিগোষ্ঠির
বসবাস রয়েছে একমাত্র বান্দরবান জেলাতে। বান্দরবান
জেলায় বসবাসকারী
উপজাতী জনগোষ্ঠীর
মধ্যে সংখ্যা
গরিষ্ঠ সম্প্রদায়
হলো ‘‘মারমা’’। বান্দরবানের ২য়
বৃহত্তর উপজাতি
জনগোষ্ঠী মুরং(ম্রো)সম্প্রদায়।এ জেলায়
বসবাসরত নৃতাত্ত্বিক
জনগোষ্ঠির রয়েছে আলাদা আলাদা ভাষা
ও সংস্কৃতি। এদের
অনেক রীতিনীতি,
কৃষ্টি, সামাজিক
জীবনাচার ও
গৌরবময় সাংস্কৃতিক
ঐতিহ্য বাংলাদেশের
সংস্কৃতি ও
ঐতিহ্যকে মহামান্বিত
ও বৈচিত্র্যময়
করেছে।
এক সময়ের
প্রচলিত রাজ
প্রথা ও
রাজ পূণ্যাহ্
অনুষ্ঠান মূলত:
এ জেলাতেই
হয়ে থাকে।
No comments:
Post a Comment