সাপের
শঙ্খলাগা সর্পের ভালবাসার উৎসবের সামিল।
সাপের
শঙ্খলাগার দৃশ্যটি অপূর্ব এক নাচের দৃশ্য।
দেখা
যায় দুটি সাপ কখনো কখনো সোজা দারিয়ে যায়
একটি
সাপ অপর আরেকটি সাপকে পেঁচিয়ে ধরে।
দুটি
সাপের মুখ থাকে একে অপরের মূখো মুখি কিন্তু
তারা
একে অপরকে দংশন করেনা যদিওবা করে তা
হাল্কাভাবে
করে।মাথা উঁচু করে,মাঝে মাঝে ঠোকাঠুকি করে,
দেহের
পাক শক্তকরে।দুজন দুজনের ওপর মাথা তোলার চেষ্টা করে,
দেহের
পাকগুলো কিছুদূর চলে যায়-আবার ছুটে এসে পরস্পরকে
জড়িয়ে
ধরে,আবার দুরে চলে যায়।শেষ পর্যন্ত দুজনেই ক্লান্ত হয়ে পরে।
এই পুরো
ঘটনাটাকেই মূলত সাপের শঙ্খলাগা বলে।এই শঙ্খ লাগার
ঘটনা
ঘণ্টা খানেক ধরে চলতে থাকে।ডাঙ্গাতে এবং জ্বলে উভয়
যায়গাতেই
শঙ্খলাগে।সাপের শঙ্খ লাগা দেখতে পাওয়াটা খুবই বিরল।
কয়েক
বছর আগে ঢাকার পাশের একটি গ্রামের পুকুরে সাপের শঙ্খলাগার
একটি
মুহূর্ত টি ভি তে প্রচারিত হয়েছে।
উল্লেখ্য
যে,সাপের এই শঙ্খলাগার দৃশ্যের উপর ভিত্তি করেই আধুনিক
“snake dance”এর উৎপত্তি।
No comments:
Post a Comment