পৃথিবীতে ভালবাসার অনেক নিদর্শন রয়েছে।
এই নিদর্শন শুধুযে মানুষ সৃষ্টি করে তা নয়,
ভালবাসার বিষয়টি পতঙ্গ,প্রাণী,পাখি সবার
জীবনে বিদ্যমান।
এখন এমনি একটা পতঙ্গের সাথে পরিচয় হব।
পতঙ্গটির নাম “লাভবাগ”।
পতঙ্গবিদদের
কাছে
বড়
প্রিয়
এই
পতঙ্গটি।
বিজ্ঞানীদের
ভাষাতে
এই
পতঙ্গটির
নাম
“প্লোসিয়া
নিয়ারকটিকা”।
অদ্ভুত
এই
পতঙ্গ
জীবনের
অর্ধেক
সময়
কাটায়
প্রেম
নিবেদন
করে।
লার্ভা
অবস্থা
থেকে
প্রাপ্তবয়স্ক
অর্থাৎ
জন্মাবার
পরথেকেই
শুরু
হয়ে
যায়
এই
প্রেম
নিবেদনের
পালা।চলে
আমৃত্যু।
No comments:
Post a Comment