আহাম্মকের কথায় প্রতিবাদ করোনা,কেননা শেষে তুমি নিজেই আহাম্মক বনে যাবে।মেয়ে-মানুষের কান্নার পেছনে সবসময়ে কারণ বা যুক্তি থাকেনা।সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোন বন্ধু নেই।ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনই পারেনা।মেয়ে মানুষ যদি ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয়,তবুও কোনোমতে তাকে বিশ্বাস করবে না।

9/23/2014

Churchill(চার্চিল)



ব্রিটেনের বিখ্যাত প্রধানমন্ত্রী এবং এক সময়ের বিখ্যাত নোবেল পুরষ্কার বিজয়ী লেখক চার্চিল এর শত্রুর অভাব ছিলনা।

কোন একটি জনসভাতে চার্চিল বক্তব্য করছিলেন তার ঐ বক্তব্য শুনে বিরোধী রাজনৈতিক দলের এক মহিলা কর্মী বিরক্ত হয়ে বল্লেন ঐ ভদ্রলোক যদি আমার স্বামী হতেন তাহলে ওকে বিষ খাইয়ে মেরে ফেলতাম।
দুর্ভাগ্য ক্রমে চার্চিল বিরোধীদলীয় ঐ মহিলার কথাটি শুনতে পেয়েছিলেন।তিনি সঙ্গে সঙ্গে ঐ মহিলার দিকে তাকিয়ে মৃদু স্বরে বল্লেন......ম্যাডাম,আমার স্ত্রী যদি আপনার মত হতেন তাহলে আমি নিজেই বিষ খেতাম।

No comments:

Post a Comment